এক ঘণ্টার ত্রুটিতে কত ক্ষতি হলো ফেসবুকের $B | Today Facebook Messenger Whatsapp Down



 

 প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল ফেসবুকসহ মেটার সব সামাজিক মাধ্যম বিশ্বজুড়ে কোন কারন ছাড়াই ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম থেকে একাউন্ট লগ আউট হয়ে যায় লাখ লাখ ব্যবহারকারীর 

অনেক বাংলাদেশী ব্যবহারকারী পড়েন হ্যাকিংয়ের শংকায় | অবশ্য বাংলাদেশ সময় রাত সোয়া দশটার পর সচল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান . স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায় ব্যবহারকারীদের একাউন্ট এর পর বারবার চেষ্টা করেও ঢোকা যাচ্ছিল না ।সামাজিক মাধ্যম থেকে ঘন করার জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করেন একই সমস্যায় ওয়েবসাইটে ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউন্ডেতেক্টর 5 লাখ 83 হাজার এর বেশী ফেসবুক ব্যবহারকারীর বিভ্রাটে তথ্য লিপিবদ্ধ করেছে এমন পরিস্থিতিতে একাউন্ট হ্যাক হওয়ার সংখ্যায় পড়েন বাংলাদেশি.


Facebook User Message Our👉  কিছু খোলা তো পাবজি খেলি ওই অ্যাকাউন্টে ফেসবুক দেখে খুব টেনশনে ছিলাম , পরে কি হল আবার হ্যাক হয়ে গেল কিনা! পরে খোঁজ নিয়ে দেখতে ছিনা ওদের সার্ভার গত সমস্যা মনে হয় সবার ফেসবুক কাজ করতে ছিল না হঠাৎ করে এখন দেখলাম আবার চলতেছে

 যদিও শুধু বাংলাদেশই না গোটা বিশ্বেই কোটি কোটি মানুষ সমস্যায় পড়েন ,এসব সামাজিক মাধ্যম ব্যবহারে প্রায় এক ঘন্টা পর কাটে সমস্যা সচালায় ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের লগইন করতে গিয়ে সমস্যায় পড়ার বিষয়টি স্বীকার করলেও ঠিক কি কারনে জটিলতা তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি এটার কর্তৃপক্ষ.
Read More:  👉https://shorturl.at/rtMO1

1 comment:

Powered by Blogger.