এক তরফা ভালোবাসা গুলো বড্ড কষ্ট। আপনার সাথেও কি এমন ঘটে


এক তরফা ভালোবাসা গুলো বড্ড কষ্ট। একটা মানুষকে দিনের-পর-দিন ভালোবেসে যাবেন। তার জন্য জমিয়ে রাখবেন গভীরতম এক অনুভূতি। কিন্তু আপনি এটাও জানবেন যে মানুষটা আপনাকে ভালোবাসে না। আপনার কথাগুলো শোনার জন্য পর্যন্ত সময় বা ইন্টারেস্ট কোনটাই তার নেই। তবুও আপনার অবাধ্য মন তাকে ভালবাসতে ভুল করে না। সারাক্ষণ আপনি তার একটা কলের জন্য অপেক্ষা করবেন। কিন্তু সেই প্রিয় নাম্বারটা থেকে কখনোই কল আসবে না।

যদিও কখনো কল এসে যায় তার সাধারন কথাগুলোতে আপনি মুগ্ধ হয়ে থাকবেন। কিন্তু এর পরেই আপনার মনে পড়বে মানুষটা তো আপনার নয়। ফেসবুকে সাধারণ কিছু স্ট্যাটাস দিলে আপনি প্রতিটা লাইন খুঁটে খুঁটে পড়বেন আর প্রতিটা লাইনের কোথাও-না-কোথাও নিজেকে খুঁজে বের করবেন। কিন্তু নিজেকে খুঁজে পাবেন না আর যদি নিজের সাথে কোন লেখা মিল পেয়েও যান পোষ্ট আপনার জন্যে বানানো হয়নি। এটা আপনি খুব ভাল করেই জানেন মেসেঞ্জারে তার নামের পাশে সবুজ বাতিটা চলতে থাকলে আপনার খুব ইচ্ছা হবে সে যেন আপনাকে নিজ থেকে একটা নক দেয়।

কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা গুলোকে উপেক্ষা করে আপনি নিজেই তাকে নক করে ফেলেন। মানুষটার জন্য আপনি সারাক্ষণ ভাবতে থাকেন। কিন্তু আপনার কথা আসে বিন্দুমাত্র হবেনা। সব জেনেও আপনি তাকে ভালোবেসে যাবেন। তার উপর মাঝেমাঝে আপনার রাগ হবে অভিমান হবে কিন্তু সেই মানুষটা কখনোই আপনার অভিমান ভাঙ্গাতে আসবে না। একতরফা ভালোবাসা গুলো বড্ড অসহায়। এখানে আপনি ভালোবাসার মানুষটার কাছে থেকে দুঃখ-কষ্ট হতাশা ছাড়া আর কিছুই পাবেন না জেনেও মানুষটাকে ভালবাসতে থাকেন।

আর নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে উপহার দেয় হাজারটা বিনিদ্র রাত আর বিষাদে ভরে একটা জীবন

1 comment:

Powered by Blogger.