ভালো থাকার উপায় গুলো



আমার কথা গুলো মনদিয়ে শোনো এবং মেনে চলার চেষ্টা করুন ।জীবনটা অনেক সুন্দর হবে সুন্দর হবে।মানুষের থেকে সুন্দর মানসিকতার সবচেয়ে বেশি জরুরী ।মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হল মনুষ্যত্ববোধ। কখনো টাকার অহংকার করোনা ,সময় কখন রাজাকে ভিকারি আর ভিকারিকে কে রাজা বানিয়ে দেয় সময় ছাড়া কেউ জানে না।


একজন মা পারেন একজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সে পাঁচজন মিলে পারে না একজন মায়ের ঠিকমতো খেয়াল রাখতে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি আর সফল মানুষকে নিয়ে হিংসা করা ।গাড়ি খারাপ হয়ে গেল যেমন গাড়ি ঠিক করতে হয় গাড়িটা ফেলে দিতে নেই, তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শোধরাতে হয় সম্পর্ক শেষ করতে নেই ।ঠকাতে বললে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে মানুষ বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম ।অবহেলা সেই করে যাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় অনেক বেশি ভালোবেসে ছিলে।


ধৈর্য হারিও না নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছেন ।নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মত ভাবে ।বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তান এক হলেও সন্তানের হাত থেকে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সবার হয়না।


চারটি বিষয়ে লজ্জা পাবেন না পুরাতন কাপড় বয়স্ক বাবা মা দরিদ্র বন্ধু অসাধারণ জীবনযাপন


মানুষের অধিক পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ নতুন করে সাজানো যায় । দু'ধরনের মানুষের সংস্পর্শে যাওয়া ঠিক না প্রথমত স্বার্থপর আর দ্বিতীয়তঃ মিথ্যাবাদী


একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন ।যে তোমাকে বোঝেনা তাকে বারবার বোঝানো দরকার নেই ।সময় হলে সে নিজেই বুঝতে পারবে অথবা কখনোই বুঝতে পারবে না ।ভুল করাটা দোষের কিছু না কিন্তু ভুল স্বীকার করাত দোষ এর।একই ভুল বারবার করা এটা আরো বেশী দোষের সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেলেও যে মানুষগুলো বদলায় না তার আপনজন পৃথিবীর।


সুতরাং মানুষ হিসেবে তবুও মানুষকে ভালোবেসে যাবেন।এবং সকল শ্রেণীর মানুষের পাশে থাকবেন

No comments:

Powered by Blogger.